এক্সপ্লোর
Ajay Devgn MayDay Shoot: 'মিড ডে' ছবিতে কার সঙ্গে জুটি বাঁধলেন অজয় দেবগন?

ছবি সৌজন্যে - মানব মঙ্গলানি
1/9

বেশকিছু সময় পর আবারও খবরের শিরোনামে অজয় দেবগন। আপতত তিনি ব্য়স্ত 'মিড ডে' ছবির শুটিং-এ।
2/9

কালো টি-শার্টে এদিন ছবি শিকারীদের ফ্রেমবন্দী হন 'রেনকোট' তারকা।
3/9

অজয় দেবগন মিড ডে' ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী আকাঙ্খা সিং-এর সঙ্গে।
4/9

করোনাবিধি মেনে এদিন অজয়ের মুখে মাস্কও দেখা গেল।
5/9

মিড ডে' ছবিতে অজয় ও আকাঙ্খার পাশাপাশি দেখা মিলবে অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং-এর মতো হেভিওয়েট তারকাদের।
6/9

এই ছবিতে অজয় দেবগনের স্ত্রী'র চরিত্রে অভিনয় করছেন আকাঙ্খা।
7/9

মিড ডে' ছবিটির গল্প লিখেছেন সন্দীপ কেওলানি ও আমিল কিয়ান খান।
8/9

প্রসঙ্গত এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন অজয় ও আকাঙ্খা।
9/9

হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্য়মে আকাঙ্খা তার কেরিয়ার শুরু করেন।
Published at : 01 Apr 2021 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
