এক্সপ্লোর
Akshay Kumar with itbp: দেহরাদূনে ভলিবলে মাতলে অক্ষয়, সঙ্গী আইটিবিপি জওয়ানরা
দেহরাদূনে অন্য মেজাজে অক্ষয়, ছবি: টুইটার
1/10

ইন্দো তিব্বতি সীমানায় কেমন করে কাটে জওয়ানদের জীবন? কঠিন পরিস্থিতি, তাপমাত্রার চূড়ান্ত তারতম্য, পদে পদে বিপদের ভয়। সেখানে যদি হঠাৎ এসে হাজির হন বলিউডের নায়ক? দেহরাদূনে আইটিবিপির একটি ক্যাম্পে হঠাৎ হাজির অক্ষয়কুমার।
2/10

জওয়ানদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন অক্ষয়কুমার। আলোচনা করেন তাঁদের জীবনযাত্রা, সুবিধা-অসুবিধা নিয়ে। বলিউড তারকাকে হঠাৎ নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত সবাই। সবুজ হুডিতে বলি নায়ক যেন তাঁদের পরিবারেই একজন।
Published at : 18 Feb 2022 01:21 AM (IST)
আরও দেখুন


















