এক্সপ্লোর
Bengali Cinema: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প, সামনে এল ‘অপরাজিতা’-র ফার্স্ট লুক
Untitled_design_(66)
1/10

‘অপরাজিতা’ একটি মেয়ে ও তার বাবার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের গল্প। বাবা-মেয়ের মধ্যে বাক্যালাপ নেই। অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন তুহিনা দাস। তার বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়
2/10

এক ছাদের তলাতে থাকা সত্ত্বেও বাবা-মেয়ের সঙ্গে চলে ইগোর লড়াই। যে যার মতোই করেই একসঙ্গে বসবাস।
3/10

আর এই ইগোর লড়াইয়ের যুক্তিসঙ্গত কারণও রয়েছে। মেয়ে-বাবার একে অপরের সঙ্গে কথাবার্তা নেই।শুধমাত্র একটি ডায়েরি দুজনের সংযোগের সেতু হয়ে রয়েছে।
4/10

অপরাজিতা একটি আত্মনির্ভরশীল মহিলা। কর্পোরেট কোম্পানির কর্মী। তার বয়ফ্রেন্ডও রয়েছে-নাম সাহেব।সাহেবের সঙ্গে অপরাজিতা তাঁর রাগ-দুঃখ-অভিমান দেখাতে পারে। এই সম্পর্ক অপরাজিতার বহিঃপ্রকাশের জায়গা।
5/10

অপরাজিতার দিদি আমেরিকায় থাকে। সাহেব কিংবা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক মেরামত করতে পারে না।
6/10

তাদের পারিবারিক চিকিৎসকও এই প্রজন্মের সঙ্গে সামাজিক ও পারস্পরিক দূরত্বের বিষয়টি তুলে ধরেন।
7/10

গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে . যেন অন্তহীন এই টানাপোড়েন...
8/10

শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি।
9/10

রোহন সেনের এই ছবিটি আমাদের সামাজিক প্রেক্ষাপটে রীতিমতো আয়না তুলে ধরার একটি হৃদয়স্পর্শী কাহিনী. যেটা অনেকেই হয়তো চারপাশে বা নিজস্ব জীবনে অনুভব করে থাকবেন
10/10

দর্শকের এই ছবি কতটা ভাললাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 25 Dec 2021 12:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























