এক্সপ্লোর
Bengali Web Series: কলকাতার বুকে তনিকার প্রেমের স্মৃতি আঁকড়ে বাঁচতে চাইছেন সৌম্য!
Web Series: নতুন ওয়েব সিরিজের নাম 'ইতি মেমোরিজ'
কলকাতার বুকে তনিকার প্রেমের স্মৃতি আঁকড়ে বাঁচতে চাইছেন সৌম্য!
1/10

ফের পরিচালনায় সমদর্শী দত্ত (Samadarshi Dutta)। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে বছরের শেষেই মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ।
2/10

নতুন ওয়েব সিরিজের নাম 'ইতি মেমোরিজ' (Iti Memories)। সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন 'প্রেম টেম'-এর পাবলো অর্থাৎ সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তার বিপরীতে দেখা যাবে তনিকা বসুকে (Tanika Basu)
3/10

এই সিরিজ তৈরি হবে এক স্মৃতিকে কেন্দ্র করে। ভালবাসার মানুষের হারিয়ে যাওয়া এবং তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার অদ্ভুত সুন্দর এক প্রেমের গল্প বলবে এই সিরিজ।
4/10

এটির প্রযোজনা করছে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। দুর্ঘটনায় প্রেমিকার হারিয়ে যাওয়া, এরপর তার রেখে যাওয়া কিছু ভিডিও, মেমোরি কার্ড ও ভ্লগকে সঙ্গী করেই যেন কলকাতাকে নতুন চোখে দেখতে শুরু করে তার প্রেমিক।
5/10

এর আগে, গতবছর এই প্ল্যাটফর্মের জন্যই একটি ওয়েব সিরিজ বানিয়েছিলেন সমদর্শী। সিরিজের নাম ছিল ‘গাঙ্গুলিজ ওয়েড গুহজ’। সাত পর্বের সিরিজে ছিল পারিবারিক গল্প। আর এই সিরিজে এক প্রেমের গল্প বলবেন সমদর্শী।
6/10

সিরিজে সৌম্যর চরিত্রের নাম মল্লার ও তনিকার চরিত্রের নাম আহেরি। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়।
7/10

অন্যদিকে এর আগে একাধিক সিনেমা ও ছবিতে অভিনয় করেছেন সৌম্য। টলিউডের নতুন প্রজন্মের নায়কদের মধ্যে খুব পরিচিত মুখ তিনি। নতুন ওয়েব সিরিজে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় দর্শকেরা।
8/10

সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজের পোস্টার। ছবিতে দেখা যাচ্ছে ২টো হাত। পিছনে আবছা ভিক্টোরিয়া।
9/10

দুটো হাত কিন্তু একে অপরকে ধরে নেই। ছেড়ে রয়েছে। হারিয়ে যাওয়ার মধ্যেও যে প্রেম, তাকেই তুলে ধরবে এই সিরিজ।
10/10

সৌম্য তনিকা ছাড়াও সিরিজে দেখা যাবেঅভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার ও অন্যান্যদের
Published at : 16 Nov 2022 02:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























