এক্সপ্লোর
'আভিভি বহুত দম হ্যায়', চোখে মোটা ব্যান্ডেজ, হাসপাতাল থেকে বেরোলেন ধর্মেন্দ্র, কী হয়েছে?
চোখে মোটা ব্যান্ডেজ, হাসপাতাল থেকে বেরোলেন ধর্মেন্দ্র, কী হয়েছে?
1/8

ডান চোখে ব্যান্ডেজ। মাথায় টুপি। গায়ে নকসাদার শার্ট। সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রর একটি ছবি।
2/8

বয়স ৯০ ছুঁইছুঁই। গত বছরও সিলভার স্ক্রিন মাত করেছেন আলিয়া ভট্ট, রণবীর সিংয়ের সঙ্গে। 'রকি অর রানি কি প্রেম কাহানি ' ছবিতে নজর কেড়েছে তাঁর অভিনয়।
3/8

বয়স খাতায় কলমে স্পর্শ করলেও, কথায় বলে না, মেজাজটাই তো আসল রাজা ! অভিনেতা চোখে অস্ত্রোপচারের পরও জানালেন, আই অ্যাম স্ট্রং।
4/8

ভিডিও ক্লিপটিতে দেখা গেল, ধর্মেন্দ্র বলছেন, 'এখনও অনেক শক্তি আছে, এখনও অনেক প্রাণশক্তি আছে।' জানালেন, আই গ্রাফটিং হয়েছে তাঁর।
5/8

শোলের বীরু এখনও ততটাই প্রাণশক্তিতে উচ্ছ্বল। বললেন, লাভ ইউ মাই অডিয়েন্স, লাভ ইউ ফ্যানস'। অস্ত্রোপচারের কষ্ট তাঁকে দমাতে পারেনি।
6/8

ভাইরাল ভিয়ানি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই , কমেন্ট বক্স উপচে পড়েছে শুভেচ্ছাবার্তায়। প্রিয় অভিনেতাকে সেরে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
7/8

সম্প্রতি চোখের সামান্য সমস্যায় ভুগছিলেন। তাই তাঁর আই গ্রাফটিং করা হয়েছে। অপারেশন ভালই হয়েছে বলে জানা গিয়েছে।
8/8

আপাতত আর কী ছবি করছেন তিনি ? আগামী দিনে আবার কি লাইট-ক্যামেরা-অ্যাকশনে দেখা যাবে তাঁকে ?
Published at : 01 Apr 2025 04:09 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















