এক্সপ্লোর
Sana Khan Marriage: বিয়ের পর নামও বদলে ফেললেন সানা খান
1/5

বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবিও শেয়ার করেছেন সানা। সেখানে তিনি পরেছেন সাদা রঙের গাউন, সাদা কাপড়ে মাথা ঢাকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে সানা লিখেছেন ’’আল্লার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছি। আল্লার জন্য একে অপরকে বিয়ে করেছি। এই পৃথিবীতে আল্লা আমাদের একসঙ্গে রাখুন। জন্নতে যেন আবার আমরা মিলিত হতে পারি।‘‘
2/5

: সুরাতের আনাস সৈয়দের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বিগ বস –এ অংশগ্রহণকারী ও প্রাক্তন অভিনেত্রী সারা খান। বিয়ের পরে নিজের নাম বদলে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন সৈয়দ সানা খান নামে।
Published at :
আরও দেখুন






















