এক্সপ্লোর
Amitabh Bachchan Pics: টাকা ফুরিয়ে এসেছিল, যশ চোপড়ার কাছে সাহায্য চেয়েছিলেন অমিতাভ!
টাকা ফুরিয়ে এসেছিল, ইয়স চোপড়ার কাছে সাহায্য চেয়েছিলেন অমিতাভ!
1/8

বলিউডের শাহেনশা তিনি। অমিতাভ বচ্চন। গোটা অভিনয় জগৎ তাঁকে একডাকে চেনে। মুম্বইতে তাঁর বিলাসবহুল বাড়ি দেখবার জন্য আসেন পর্যটকরা। কিন্তু জানেন কী, আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছিলেন তিনিও!
2/8

একটা সময় কাজের দিক দিয়ে খারাপ সময় যাচ্ছিল অমিতাভের। একের পর এক ফিল্ম ফ্লপ হচ্ছিল তাঁর। বাড়িতেও শুধু হয়েছিল আর্থিক অনটন।
3/8

সেইসময় বিদেশে পড়াশোনা করছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবার সমস্যা জানতেন তিনি। সেসময় তিনি বিভিন্ন দিক দিয়ে যথাসাধ্য সাহায্য় করতেন অমিতাভকে
4/8

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে, একটি সিদ্ধান্ত নেন অমিতাভ। পরিচালক যশ চোপড়ার কাছে গিয়ে কাজের আবেদন করেন অমিতাভ।
5/8

অমিতাভকে খালি হাতে ফেরারনি ইয়স। 'মোহব্বতে' ছবিটির অফার করা হয় তাঁকে। সেই ছবিটিতে শাহরুখ খান ও ঐশ্বর্য্য রাই অভিনয় করেছিলেন।
6/8

অমিতাভের জন্য এই ছবিটি ছিল একটু সুযোগ। ছবিতে অমিতাভের অভিনয় প্রশ্ংসিত হয় ও এরপর একের পর এক কাজ আসতে থাকে অমিতাভের কাছে।
7/8

এই সময়ই 'কোন বনেগা ক্রোড়পতি' টিভি শো সঞ্চালনা করার সুযোগ পান। অমিতাভের সাবলীল পরিচালনা জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় এই টিভি শো-কে। এরপর আর কখনও অভাব স্পর্শ করেনি তাঁকে।
8/8

ছবি সৌজন্যে: সোশ্যাল মিডিয়া
Published at : 21 Apr 2021 11:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























