এক্সপ্লোর
Akshara Singh Pics: স্টাইল ও গ্ল্যামারে নজরকাড়া এই ভোজপুরি অভিনেত্রী
web_sarup_da_rangin_still_070521023
1/7

সিনে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তোলা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরই স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন সবার ক্ষেত্রেই সফল হয় না। অক্ষরা সিংহ নামে এই অভিনেত্রী কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তুলতে পেরেছেন।
2/7

অত্যন্ত অল্প সময়ের মধ্যেই নিজস্ব পরিচিত গড়ে তুলেছিলেন অক্ষরা। তিনি আসলে ভোজপুরি সিনেমার অভিনেত্রী। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা এখন প্রচুর।
3/7

পর্দায় বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত অক্ষরা রিয়েল লাইফেও খুবই সাহসী। আর স্টাইল আইকনও হয়ে উঠেছেন তিনি।
4/7

আর এই স্টাইলিশ লুক তাঁর অনুরাগীদের খুবই পছন্দের। এই কারণেই তাঁর ছবি প্রায়ই ট্রেন্ডিংয়ে থাকে।
5/7

অক্ষরা সিংহ ২০১০-এ অ্যাকশন-ড্রামা সিনেমা সত্যমেব জয়তে-তে অভিষেক করেন। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
6/7

ভোজপুরি সিনে ইন্ডাস্ট্রিতে পবন সিংহ ও অক্ষরা সিংহর জুটি বেশ কয়েক বছর ধরে হিট ছিল। পবন সিংহর সঙ্গে সত্যা, নবাদলা, মা তুঝে সালাম-এর মতো সিনেমায় কাজ করেছেন অক্ষরা।
7/7

দুজনের সম্পর্কও ভোজপুরি সিনে দুনিয়ায় সংবাদের শিরোনামে ছিল। কিন্তু পবনের বিয়ের সিদ্ধান্তের পর সেই জল্পনায় জল পড়েছিল।
Published at : 07 May 2021 04:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























