এক্সপ্লোর
Koushani Mukherjee: মলদ্বীপের সৈকতে সবুজ পোশাকে কৌশানী মুখোপাধ্যায়

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

গুজব রটেছিল তাঁদের বিচ্ছেদ নিয়ে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।
2/10

নীল জলের মাঝে দুর্দান্ত সময় কাটাচ্ছেন যুগলে। সেখান থেকে অভিনেত্রী পোস্ট করছেন একাধিক ছবি।
3/10

সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিয়ন সবুজ পোশাকে সমুদ্র সৈকতে দেখা গেল তাঁকে।
4/10

কোনও ছবি পোস্ট করে লিখলেন, 'আইল্যান্ডার লাইফ'। কখনও লিখলেন, 'যখন রংই মনের ভাব প্রকাশ করে'।
5/10

সদ্য জন্মদিন গিয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু, আত্মীয়রা, প্রেমিক, শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। হাজির হয়েছে একাধিক কেক, উপহার।
6/10

বছরের বিশেষ দিনটা তিনি শুরু করেন সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ২০০০ মানুষকে ভোগ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
7/10

সোশ্যাল মিডিয়ায় একটি মন্দির থেকে দুটি ছবি শেয়ার করেন কৌশানী। হালকা রঙের সাবেকি পোশাকে সেজেছিলেন তিনি।
8/10

কৌশানি লেখেন, 'বুদ্ধপূর্ণিমার শুভদিনে মানুষের পাশে দাঁড়িয়ে আমি আমার জন্মদিন উদযাপন শুরু করেছিলাম। ২০০০ মানুষকে ভোগ খাওয়ানো আর তাঁদের আশীর্বাদ নেওয়ার মধ্যে দিয়েই আমার জন্মদিন শুরু হল। আশা করি আমার মায়ের আমায় নিয়ে গর্ব অনুভব হবে।'
9/10

সদ্য গুঞ্জন শোনা গিয়েছিল, সম্পর্কে টানাপোড়েন চলছে কৌশানী ও বনির। এমনকি 'কিশমিশ'-এর প্রিমিয়ারে একাই হাজির হয়েছিলেন কৌশানী। তাঁর পাশে দেখা যায়নি বনিকে। বনিকে নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান তিনি।
10/10

তবে বিচ্ছেদের কথা যে কেবলই গুঞ্জন তা তাঁদের সাম্প্রতিক পোস্টেই স্পষ্ট। একসঙ্গে প্রযোজনা সংস্থাও শুরু করেছেন বনি ও কৌশানী।
Published at : 23 May 2022 12:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
