এক্সপ্লোর
Gangubai Kathiawadi Teaser: এবার সঞ্জয়ের দাপুটে মাফিয়া কুইন আলিয়া

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ভূমিকায় আলিয়া
1/5

সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির টিজার প্রকাশ্য়ে এল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। এই ছবিতে তাঁকে দেখা যাবে মাফিয়া কুইনের ভূমিকায়। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে।
2/5

ছবি টিজারে আলিয়ার লুকের পাশাপাশি দারুণ সংলাপ বলার ধরণও প্রশংসা কুড়িয়েছে। একটি দৃশ্যে দেখা যাচ্ছে, তিনি বলছেন, গাঙ্গু চাঁদের মতো। আর চাঁদ সব সময় থেকে যাব। আরেকটি দৃশ্যে তিনি বলেন, নিজের সম্মান নিয়ে বাঁচুন। কাউকে ভয় পাবেন না। কোনও পুলিশ, বিধায়ক, মন্ত্রীকে ভয় পাবেন না। কারও বাবাকেও না।
3/5

টিজারে দেখা যাচ্ছে, অ্যাকশনের দৃশ্যে সমান দাপটে অভিনয় করেছেন আলিয়া। একটি দৃশ্যে দেখা যায়, গাঙ্গুবাই প্রকাশ্যে মারধর করছেন।
4/5

মুম্বইয়ের বাসিন্দা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জীবন কাহিনি নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক। ৬০-এর দশকে মুম্বইয়ে মাফিয়া কুইন বলে পরিচিত ছিলেন তিনি।
5/5

একসময় মুম্বইয়ের পুলিশ অফিসার থেকে বড় নেতাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ ছিল গাঙ্গুবাইয়ের। জানা যায়, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি উচ্চ বংশের মেয়ে ছিলেন। তাঁর স্বামী তাঁকে মুম্বইয়ের ঝুপড়ি এলাকায় বিক্রি করে দেয়।
Published at : 24 Feb 2021 11:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
বিনোদনের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
