এক্সপ্লোর
বাংলার ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে আসছেন সানি লিওনি!

বাংলার ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে আসছেন সানি লিওনি!
1/10

বাংলা টেলিভিশনের ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে সানি লিওনি! এই প্রথমবার বাংলার ছোটপর্দায় আসছেন অভিনেত্রী।
2/10

'ডান্স ডান্স জুনিয়ার'-এর মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
3/10

গতকাল অর্থাৎ রবিবারই ৫০তম পর্বে পা রেখেছে ডান্স ডান্স জুনিয়ার। একঝাঁক খুদে প্রতিযোগীদের নিয়ে স্টার জলসার এই প্রতিযোগীতামূলক শো মন কেড়েছে দর্শকদের
4/10

শ্যুটিং শেষ হলেও সানি লিওনির অংশটির টেলিকাস্ট নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে দর্শকদের কাছে এইএপিসোড চমকপ্রদ হবে বলেই মনে করছেন নির্মাতারা।
5/10

সাদা পোশাকে মঞ্চে আগুন ছড়াচ্ছেন সানি। প্রকাশ্য়ে এসেছে শ্যুটিং ফ্লোরের সেই সব ছবিও।
6/10

'ডান্স ডান্স জুনিয়ার' রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব ও মনামী ঘোষ। এছাড়াও রয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী'
7/10

গতকাল সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন বিচারকরা। শ্যুটিং সেটে কেকও কাটা হয়।
8/10

একদল খুদে প্রতিযোগীরা ইতিমধ্যেই মন জয় করেছেন প্রতিযোগীদের। তবে প্রতিযোগীতার নিয়মে কমে আসছে প্রতিযোগীর সংখ্যাও
9/10

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর ডান্স ডান্স জুনিয়রের যাত্রার স্মৃতি উস্কেছেন দেব।
10/10

দর্শকদের জনপ্রিয় এই শো-এর শেষভাগে সানি লিওনির উপস্থিতি দর্শকদের চমকে দেবেই, আশা প্রযোজকদের
Published at : 26 Jul 2021 08:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
