এক্সপ্লোর
Aindrila Sharma: কেমন আছেন ঐন্দ্রিলা ? আরোগ্য কামনায় অভিনেত্রীর বন্ধু-সহ অনুরাগীরা
Aindrila Sharma Health update: শহর জুড়ে শুধু একটাই প্রার্থনা, জিতে যাক ঐন্দ্রিলা। ইচ্ছাশক্তির যে জয় হয়, আগেও দেখেছে সারা দেশ। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে ফের রাখা হয়েছে ভেন্টিলেশনে।
কেমন আছেন ঐন্দ্রিলা ? আরোগ্য কামনায় অভিনেত্রীর বন্ধু-সহ অনুরাগীরা
1/10

শহর জুড়ে শুধু একটাই প্রার্থনা, জিতে যাক ঐন্দ্রিলা। ইচ্ছাশক্তির যে জয় হয়, আগেও দেখেছে সারা দেশ। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে ফের রাখা হয়েছে ভেন্টিলেশনে।
2/10

তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি।
Published at : 18 Nov 2022 03:56 PM (IST)
আরও দেখুন






















