এক্সপ্লোর
Tollywood Film: প্রথমবার জুটিতে ঋত্বিক-শোলাঙ্কি, শ্যুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে 'ভাগ্যলক্ষ্মী'-র প্রথম লুক
Mainak Bhowmik New Film: সত্য ও কাবেরী, এক দম্পতির মধ্যবিত্ত জীবনযাত্রাকেই তুল ধরা হয়েছে এই ছবির মধ্যে। কিন্তু তার মধ্যেই রয়েছে বিভিন্ন ট্যুইস্ট।
প্রথমবার জুটিতে শোলাঙ্কি-ঋত্বিক
1/9

শ্যুটিং শেষ হল মৈনাক ভৌমিকের (Mainak Bhowmik) নতুন ছবি 'ভাগ্যলক্ষ্মী'-র। মুখ্যভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)।
2/9

এছাড়াও রয়েছেন, রতন সরখেল (Ratan Sarkhel), স্বস্তিকা দত্ত (Swastika Datta), লোকনাথ দে (Loknath De),নীল মুখোপাধ্যায় (Neel Mukherjee), সুব্রত দত্ত (Subrata Datta), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debopriyo Mukherjee), যুধাজিৎ সরকার (Judhajit Sarkar)
3/9

সত্য ও কাবেরী, এক দম্পতির মধ্যবিত্ত জীবনযাত্রাকেই তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে। কিন্তু তার মধ্যেই রয়েছে বিভিন্ন ট্যুইস্ট।
4/9

একমাত্র ছেলেকে দিল্লি পড়তে পাঠিয়ে খরচের ভারে কার্যত নুয়ে পড়েছে মধ্য ৩০-এর এই দম্পতি। দিল্লিতে ভাইয়ের সঙ্গেই ছেলেকে পড়তে পাঠিয়েছে সত্য
5/9

কিন্তু সত্য আর কাবেরীর এই জীবন হঠাৎ বদলে যায় যখন তাঁদের এক বন্ধু তাঁদের বাড়িতে আসে।
6/9

তাঁদের বাড়িতে এসেই সেই বন্ধু রহস্যজনকভাবে মারা যায়, রেখে যায় একটি টাকা ভর্তি স্যুইকেস। এই স্যুটকেসকে ঘিরেই বদলে যায় তাঁদের জীবন।
7/9

ছবির প্রযোজনা করছে নন্দী মুভিজ়
8/9

প্রসঙ্গত, সামাজিক গল্প ছেড়ে এই প্রথম থ্রিলার আঙ্গিকের ছবিতে পা রাখছেন মৈনাক। এর আগে তিনি যে ছবিগুলি করেছিলেন তার সবই পরিবার ও সম্পর্কের গল্প বলেছে।
9/9

এই ছবি নিয়ে পরিচালক বলছেন, 'এক সাদামাটা দম্পতি যদি একটি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে তখন তাঁদের কী পরিস্থিতি হয় সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছিলাম। ভাগ্যলক্ষ্মী কিছুটা বাস্তবের ছবি তুলে ধরছে আর কিছুটা কাল্পনিক গল্প বলবে।'
Published at : 18 Oct 2024 06:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























