এক্সপ্লোর
Mamta Kulkarni: ২০০০ কোটির মাদকচক্রে নাম জড়ায়, ২৫ বছরের 'নির্বাসন' কাটিয়ে দেশে ফিরলেন বলিউড নায়িকা
Bollywwood Updates: দীর্ঘ ২৫ বছর পর নিজের বাড়ি ফিরতে পারলেন। ছবি: X.

ছবি: X.
1/10

ডাকসাইটে নায়িকা ছিলেন একসময়। কিন্তু হঠাৎই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যায় নাম। দীর্ঘ ২৫ বছর দেশছাড়া থাকার পর অবশেষে ভারতে ফিরলেন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি।
2/10

এত বছর পর দেশে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মমতা। সেই সঙ্গে তাঁকে নিয়ে ছড়ানো গুজব খণ্ডনেও নেমে পড়েছেন। তাঁকে নিয়ে যা রটেছিল, তার কতটা সত্য, তা নিয়ে মুখ খুললেন মমতা।
3/10

'করণ-অর্জুন', 'বাজি', 'চায়না গেট'-এর মতো ছবিতে অভিনয় করেন মমতা। বলিউডে সাহসী নায়িকার তকমা পেয়েছিলেন শুরুতেই। কিন্তু ২০০০ কোটি টাকার আন্তর্জাতিক মাদকচক্রে নাম জড়ানোর পর হঠাৎই উধাও হয়ে যান মমতা। মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্ক ঘিরেও বিস্তর চর্চা হয়।
4/10

দেশে ফিরে সেই সব নিয়ে মুখ খুলেছেন মমতা। প্রথমেই ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে সাফাই দিয়েছেন মমতা। তাঁর কথায়, "ভিকির সঙ্গে বিয়ে হয়নি আমার। ও আমার স্বামী নয়। আমি এখনও সিঙ্গল। কাউকে বিয়ে করিনি। ভিকির সঙ্গে সম্পর্ক ছিল আমার। কিন্তু চার বছর আগেই ব্লক করে দিয়েছি আমি।"
5/10

মমতা জানিয়েছেন, ভিকির সঙ্গে সম্পর্ক ছিল বটে। কিন্তু তিনি নিজে কখনও মাদকচক্রে যুক্ত হননি। ভিকিকে বাল মনের মানুষ বলেও উল্লেখ করেছেন মমতা।
6/10

সংবাদমাধ্যমে মমতা বলেন, "ভিকি একজন ভাল মানুষ। ওর মন ভাল। ফিল্ম ইন্টাস্ট্রির অনেকেই ওর সঙ্গে দেখা করতেন। আমি বোধহয় সবার শেষে ভিকির সান্নিধ্যে আসি। সত্য জানার পর ওকে ছেড়ে দিই।"
7/10

মমতা বলেন, "ভিকি দুবাই জেলে ছিল। ওকে বের করতে আমি মধ্যস্থতা শুরু করি। ২০১২ সালে জেল থেকে বেরোয় ভিকি। ২০১৬ সালে ওর সঙ্গে দেখা হয়। ফের গ্রেফতার হয় ও। ভিকি আমার অতীত। আমি ওকে ছেড়ে বেরিয়ে এসেছি।"
8/10

মমতা জানিয়েছেন, ২০১৫ সালে কেনিয়ায় ভিকির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে ভিকির যে আরও কারও সঙ্গে সাক্ষাৎ রয়েছে, তা জানতেন না তিনি। মাদক মামলায় তাঁর নাম জড়ানো হলেও, আসলে তিনি কোনও ভাবেই যুক্ত ছিলে না। আদালত তাঁকে মুক্তি দেওয়ায় স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন মমতা।
9/10

বম্বে হাইকোর্ট বেকসুর খালাস করার পর ভারতে ফিরেছেন মমতা। দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন মমতা। এত বছর পর নিজের মাটিতে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ফের কি বড়পর্দায় দেখা যাবে মমতাকে? উত্তরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
10/10

এযাবৎ বলিউড থেকে দূরে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ই ছিলেন মমতা। তবে অভিনয়ে ফেরা নিয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি।
Published at : 07 Dec 2024 09:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
