এক্সপ্লোর
Mira Kapoor Photoshoot: চোখ ধাঁধানো ফোটোশ্যুট, ফ্যাশনে বহু নায়িকাকে টেক্কা দিচ্ছেন শাহিদ-পত্নী মীরা
শাহিদ কপূর ও মীরা কপূর
1/10

বলিউডের বাইরের জগত থেকে আসলেও গত কিছু বছরে নিজেকে একেবারেই বদলে নিয়েছেন শাহিদ কপূরের স্ত্রী মীরা। তাঁর ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্ট দেখলে অবাক হতে হয়। কোনও অংশে বি টাউনের নায়িকাদের থেকে কিছু কম যান না।
2/10

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি এবং ভিডিও পোস্ট করেন মীরা রাজপুত কপূর। তাঁকে দেখা যায় একাধিক ফোটোশ্যুটে। আর সেসবগুলিতেই ক্রমশ অবাক করছেন মীরা।
3/10

সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মীরা। রঙিন পোশাকে নজর কাড়ছেন তিনি।
4/10

নানা সময়ে একাধিক ব্র্যান্ডের প্রোমোশনেও দেখা যায় শাহিদ কপূরের স্ত্রীকে। তিনি যে দুই সন্তানের মা, তাঁর ছবি দেখে বোঝা দায়।
5/10

মীরা কপূরের ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। তাঁদের মধ্যে অনেকেই তাঁকে করিনা কপূর খানের সঙ্গে তুলনা করেছেন। এমনকি বেশ কিছু নেট নাগরিক কমেন্ট করেছেন যে, মীরাকে করিনার থেকেও দেখতে সুন্দর বলে।
6/10

প্রসঙ্গত, সম্প্রতি একটি শোতে কথাবলাকালীন বেশ কিছু অজানা কথা সামনে আনেন মীরা কপূর। জানালেন, বাগদানের পর প্রথমবার যখন তিনি শাহিদ কপূরের বাড়ি যান, সেখানে গিয়ে প্রথম কী প্রশ্ন করেছিলেন।
7/10

মীরা জানালেন, বাগদানের পর প্রথমবার শাহিদ কপূরের বাড়িতে যান মীরা। সেখানে গিয়ে তিনি শাহিদকে প্রথম প্রশ্ন করেছিলেন যে, কোথায় তিনি জুতো রাখবেন।
8/10

মীরা বলছেন, 'তখন আমার আর শাহিদের বাগদান হয়েছে সবে। ও আমাকে ওর বাড়ি ঘোরাতে নিয়ে গিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করি যে, কোথায় আমি আমার জুতোগুলো রাখব? এরপর আমার জন্য ও জুতোর আলমারি তৈরি করে দেয়। পরে এর জন্য় আমার প্রশংসাও করে। কারণ, এর ফলে জুতো সঠিকভাবে রাখা হয় এবং তা দেখাও যায়।'
9/10

বলিউডের অন্যতম চর্চিত জুটি শাহিদ কপূর এবং মীরা কপূর। ২০১৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই সন্তান রয়েছে তাঁদের।
10/10

কাজের ব্যস্ততার ফাঁকে সময় পেলেই দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেড়াতে চলে যান শাহিদ-মীরা। সেখান থেকেই নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেন।
Published at : 13 Jan 2023 09:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























