এক্সপ্লোর
New Movie: পর্দায় অন্য ধারার প্রেমের গল্প নিয়ে আসছেন বনি-কৌশানী জুটি
নতুন ছবির ঘোষণা
1/10

আসছে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের নতুন ছবি 'সব করো প্রেম করো না - লাভ স্ট্রিক্টলি প্রোহিবিটেড'। পরিচালনায় দেবরাজ সিন্হা।
2/10

ছবিতে বনি ও কৌশানী ছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসুও।
3/10

ছবির গল্প লিখেছেন দেবার্ঘ মুখোপাধ্যায়। গানের দায়িত্বে অমিত ইশান ও অদিতি বসু।
4/10

উত্তর কলকাতার একটি বনেদি বাড়িতে চার ভাইয়ের সঙ্গে বাস করে তাদের ভালবাসার ভাইপো রনি।
5/10

ছোটবেলা থেকে রনির পরিবার তাকে বলতে থাকে যে জীবনে কোনওদিন কোনও মেয়ের সঙ্গে প্রেম না করতে এবং বিয়ের কথা মাথায় না আনতে।
6/10

রনি বড় হতে থাকে তার পরিবারের কথা ও নিয়ম অনুযায়ী।
7/10

রনি সবসময় সব মেয়েকে প্রচণ্ড ভয় পায়। এমনকী তার অফিসের কোনও মেয়ে যদি রনির সঙ্গে কথা বলতে আসে তাহলে রনি খুব ভয় পেয়ে ছুটে পালানোর চেষ্টা করে।
8/10

ঈশা নামের একটি মেয়ে রনির সঙ্গে একই অফিসে চাকরি করে। এমন অবস্থায় তাদের দুজনের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেখান থেকে রনি পালিয়ে বাঁচতে চায়।
9/10

ঈশা ভাবে ছেলেটা মেয়ে দেখলে এরকম কেন করে? এইভাবে অনেকরকম হাসির আর গম্ভীর পরিস্থিতি ঘটতে থাকে ছবি জুড়ে।
10/10

পরিচালক দেবরাজ সিনহা এর আগে 'আকর্ষণ', 'লভ ইন রাজস্থান', 'রক্তমুখী নীলা' নামক একাধিক ছবি তৈরি করেছেন।
Published at : 07 Jun 2022 01:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























