এক্সপ্লোর
Parambrata and Piya: জীবনের 'বড়দিন'! তারকাদের মেলায় সেজে উঠল পরম-পিয়ার রিসেপশন
Parambrata and Piya Reception: বিয়ের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই বড়দিনের আগে রিসেপশন সেরে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।
ছবি- ইনস্টাগ্রাম
1/10

পরম-পিয়ার রিসেপশনে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী, অভিনেত্রী, সমাজকর্মী, রাফিয়াত রশিদ মিথিলা, গিয়েছিল, তাঁদের ছোট্ট মেয়ে আইরাও। ছবি- ইনস্টাগ্রাম
2/10

বিয়ের পর রিসেপশনেও একদম সিম্পল অথচ এলিগেন্ট লুকে পিয়া। সাটিনের নীল রঙা ওয়ানপিস ড্রেসে দেখা মিলল পরম ঘরণীর। একদম ছিমছাম সাজ। খোলা চুলে অপূর্ব লাগছে তাঁকে। বউয়ের সঙ্গে মিল রেখে শার্ট আর কালো ব্লেজারে পাওয়া গেল পরমব্রতকে। ছবি- ইনস্টাগ্রাম
3/10

পরমব্রত পিয়ার বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ অনুপম রায়ের সঙ্গে পিয়ার বিয়ে এবং ডিভোর্স৷ তারপর পরমের সঙ্গে পিয়ার প্রেম এবং বিয়ে৷ খুবই গোপনে বিয়ে সারেন তাঁরা৷ বিয়ের সময় উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছে মানুষরা৷ ছবি- ইনস্টাগ্রাম
4/10

দেখা মিলল ইশা সাহা, লহমা ভট্টাচার্যের মতো টলিপাড়ার এই প্রজন্মের অভিনেত্রীদেরও। রিসেপশনের প্রথম ছবি সোশ্যালে শেয়ার করেছেন জিতের নায়িকা লহমা। ছবি- ইনস্টাগ্রাম
5/10

রিসেপশনের আগে নিজের ভোল বদলে ফেললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নামজাদা হেয়ার স্টাইলিশের থেকে নতুন হেয়ারকাট করেছিলেন পরমব্রত। ছবি- ইনস্টাগ্রাম
6/10

অনুপম রায়ের ঘরণী হিসাবে একসময় টলিপাড়ায় পরিচিত ছিলেন পিয়া চক্রবর্তী। পরে সেই বিয়ে ভেঙে যায়। বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতার চর্চা। ছবি- ইনস্টাগ্রাম
7/10

কবে থেকে শুরু পরম-পিয়ার প্রেমের আখ্যান? অভিনেতার কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন চলতি বছরের মাঝামাঝি সময়ে দুজনে সুইডেন এবং ডেনমার্ক ট্রিপে গিয়েছিলেন। সেইসময়ই বিয়ের সিদ্ধান্ত নেন। ৪২ বছরের পরমব্রত এবার জীবনে থিতু হতে চেয়েছেন, তাই সংসারী হওয়ার সিদ্ধান্ত। ছবি- ইনস্টাগ্রাম
8/10

গৌরব-ঋদ্ধিমাকেও দেখা গিয়েছে রিসেপশনে। এছাড়াও উপস্থিত ছিলেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ আরও অনেকে। ছবি- ইনস্টাগ্রাম
9/10

পরম-পিয়ার রিসেপশনে দেখা গেল অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় যে তীব্র ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন পরম-পিয়া, তার বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হতে দেখা গিয়েছে আবির পত্নী নন্দিনীকে। প্রথম থেকেই তিনি পরম-পিয়ার পাশে ছিলেন। এদিন অভিনেতা রুদ্রনীলকেও দেখা যায় রিসেপশনের পার্টিতে। ছবি- ইনস্টাগ্রাম
10/10

বড়দিনের আগে রিসেপশন সেরে এখন ক্রিসমাসের মজা নিচ্ছেন দুজনেই। এদিন পিয়া তাঁর ইনস্টাগ্রামে পরমের সঙ্গে ছবি শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। সব মিলিয়ে বিয়ের পর থেকে খোশমেজাজেই আছেন এই নবদম্পতি।
Published at : 25 Dec 2023 09:16 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















