এক্সপ্লোর
বন্ধুর পার্টিতে আলাপ, প্রথম দর্শণেই প্রেমে পড়েন ড্যানিয়েল, তবে সাড়া দেননি সানি
1/5

বিয়ের পর সানি ও ড্যানিয়েলে প্রোডাকশন হাউস তৈরি করেছিলেন। দুজনকে অ্যাডাল্ট ফিল্মেও দেখা গিয়েছে। এরপর সানি বলিউডে আসার সিদ্ধান্ত নিলে ড্যানিয়েল তাঁকে সমর্থন করেন। শ্যুটিং বা সাক্ষাত্কার, ড্যানিয়েলকে বরাবরই সানির পাশে দেখা গিয়েছে। ড্যানিয়েল সানির পূর্ণ সময়ের ম্যানেজারও। স্বামীর পরামর্শ না নিয়ে সানি কোনও সিনেমা করতেই রাজি হন না।
2/5

বলিউডের সাহসী অভিনেত্রী সানি লিওনের জন্মদিন আজ। অনুরাগীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সানির বিভিন্ন ফ্যানন পেজ রয়েছে। আর ওই ফ্যান পেজগুলিতে সানির পুরানো ও নতুন ছবি ও ভিডিও শেয়ার করা হয়। সানির জীবনে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন কি, দুজনের আলাপ কীভাবে হল।
Published at :
আরও দেখুন






















