এক্সপ্লোর
ভিলে পার্লে শেষকৃত্য সম্পন্ন সুশান্ত সিংহ রাজপুতের, মুখাগ্নি করলেন বাবা, ছিলেন বেশ কয়েকজন তারকাও
1/10

মুম্বইয়ের ভিলে পার্লে শেষকৃত্য সম্পন্ন হল বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। পটনা থেকে পরিবারের লোকজন মুম্বইতে পৌঁছনোর পরই শেষকৃত্যর প্রস্তুতি শুরু হয়। ছেলের মুখাগ্নি করলেন সুশান্তর অশক্ত বাবা। (ছবি-মানব মঙ্গলানি)
2/10

পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত জানা যায়নি যে, কেন এই চরম সিদ্ধান্ত নিলেন সুশান্ত। তাঁর অন্তেষ্টিতে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কপূর, কৃতী শ্যানন, বিবেক ওবেরয় সহ বেশ কয়েকজন তারকা।
Published at :
আরও দেখুন






















