মুম্বইয়ের ভিলে পার্লে শেষকৃত্য সম্পন্ন হল বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। পটনা থেকে পরিবারের লোকজন মুম্বইতে পৌঁছনোর পরই শেষকৃত্যর প্রস্তুতি শুরু হয়। ছেলের মুখাগ্নি করলেন সুশান্তর অশক্ত বাবা। (ছবি-মানব মঙ্গলানি)
2/10
পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত জানা যায়নি যে, কেন এই চরম সিদ্ধান্ত নিলেন সুশান্ত। তাঁর অন্তেষ্টিতে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কপূর, কৃতী শ্যানন, বিবেক ওবেরয় সহ বেশ কয়েকজন তারকা।
3/10
সুশান্তের মৃত্যুর খবর পুলিশকে জানিয়েছিলেন তাঁর পরিচারক। (ছবি-মানব মঙ্গলানি)
4/10
সুশান্ত সিংহ রাজপুতের এভাবে মৃত্যুর ঘটনায় স্তম্ভিত ফিল্ম ইন্ডাস্ট্রি। (ছবি-মানব মঙ্গলানি)
5/10
জানা গেছে, গত কয়েক মাস ধরেই অবসাদগ্রস্ত ছিলেন সুশান্ত। (ছবি-মানব মঙ্গলানি)