এক্সপ্লোর
Music Album: মুক্তি পেল পুজোর গানের অ্য়ালবাম 'পুজো এলো বলে'
পুজোর মধ্য়েই সঙ্গীত প্রেমীদের জন্য় এল নতুন উপহার
Music Album
1/9

দুর্গাপুজো চলে গেলেও বাতাসে এখনও পুজো পুজো গন্ধ। আর পুজো মানেই নতুন জামা, নতুন গান, নতুন সিনেমা আরও কত কী।
2/9

এবার পুজোর মধ্য়েই সঙ্গীত প্রেমীদের জন্য় এল নতুন উপহার। মুক্তি পেল পুজোর গানের নতুন অ্য়ালবাম 'পুজো এলো বলে'।
3/9

ভরপুর পুজো মুডের এই অ্য়ালবামের সুরকার এম তীর্থ। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন রাজা বন্দ্য়োপাধ্য়ায়।
4/9

গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্য়ায় এবং সুরজিৎ চ্যাট্টোপাধ্য়ায়।
5/9

এই অ্য়ালবাম মুক্তির বিশেষ দিনে উপস্থিত হয়েছিলেন টলি পাড়ার বিশিষ্ঠ শিল্পীরা।
6/9

উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী পটা।
7/9

এই অ্য়ালবামের গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্য়ায়, মেঘনা হালদার, আরাত্রিকা বন্দ্য়োপাধ্য়ায়, সুমিত সমাদ্দার সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা।
8/9

ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই অ্য়ালবাম
9/9

শ্রোতাদের এই নতুন গানের অ্য়ালবাম কেমন লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 07 Oct 2022 11:41 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















