এক্সপ্লোর
Vicky Katrina wedding anniversary : স্বপ্নের বিয়ের বছরপার, বিবাহবার্ষিকীতে পাহাড়ি ঠান্ডায় ভালবাসার উষ্ণতায় ভিকি-ক্যাট, দেখুন ছবি
Vicky, Katrina celebrate their 1st wedding anniversary : স্বপ্নের মতো বিয়ের সাক্ষী ছিল রাজস্থান। তারপর বলিটাউনে মেগা রিসেপশন।

Vicky Katrina wedding anniversary : স্বপ্নের বিয়ের বছরপার, বিবাহবার্ষিকীতে পাহাড়ি ঠান্ডায় ভালবাসার উষ্ণতায় ভিকি-ক্যাট, দেখুন ছবি
1/10

প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেখান থেকেই ছবি পোস্ট করলেন একগুচ্ছ। দুই তারকা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন।
2/10

আজ প্রথম বিবাহবার্ষিকী ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা।
3/10

স্বপ্নের মতো বিয়ের সাক্ষী ছিল রাজস্থান। তারপর বলিটাউনে মেগা রিসেপশন।
4/10

তারপর দেখতে দেখতে গড়িয়েছে সময়। নবদম্পতি এখন বছর কাটিয়ে ফেললেন দুজনায়।
5/10

ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ফ্লোরাল প্রিন্টের সোয়েটার এবং তার সঙ্গে জিনসে দেখা যাচ্ছে।
6/10

ক্যামেরার পিছনে ভিকি। সে কথা লিখেছেন ক্যাটরিনা নিজেই। বিয়ের পর একসঙ্গে যাপন করেছেন প্রতিটি উৎসবও।
7/10

করওয়া চৌথে মোহময়ী সাজে ধরা দিয়েছিলেন ক্যাট। ভিকির বাহুলগ্না হয়ে একের পর এক ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
8/10

নির্জন পাহাড়ি উপত্যকায় স্পেশ্যাল টাইম কাটাচ্ছেন তারকা দম্পতি। সেখানে কাটানো কাছাকাছি মুহূর্তের ছবি দিয়েছেন ভিকি ইনস্টাগ্রামে।
9/10

ক্যাটরিনাও লাল সোয়েটার আর ভিকির সাহচর্যের উষ্ণতায় আনন্দে মজেছেন ডিসেম্বরের বিকেলে।
10/10

আর তাঁদের স্মৃতিতে আজ শুধুই বছর খানেক আগে একসঙ্গে কাটানো সেই সব মুহূর্তের কথা। যে স্বর্ণালী গোধূলীতে এক হয়েছিল দুই তারকার হাত।
Published at : 09 Dec 2022 09:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
