এক্সপ্লোর
Side Effects Of AC:গুমোট-প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে দিনভর এসি-তে থাকছেন? ভুলেও এই ভুল নয়
Air Conditioning And Harm:অনেকে হয়তো তীব্র গরম থেকে বাঁচতে দিনভর বা যতটা সম্ভব এসি-তে থাকছেন। কিন্তু তাতে লাভের থেকে ক্ষতি বেশি করছেন না তো?
গুমোট-প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে দিনভর এসি-তে থাকছেন? ভুলেও এই ভুল নয়
1/9

দেশের কোনও কোনও অংশে বর্ষা এলেও বহু জায়গা এখনও গুমোট বা প্রখর গরমে পুড়ছে। বাইরে বেরোলেই জ্বালাপোড়ার অনুভূতি। অনেকে হয়তো এমন পরিস্থিতি থেকে বাঁচতে দিনভর বা যতটা সম্ভব এসি-তে থাকছেন। (ছবি:PTI)
2/9

কখনও কখনও এসি-তে থাকা কার্যত আবশ্যক হয়ে পড়লেও দিনভর এই যন্ত্রনির্ভর কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ থাকা স্বাস্থ্যের বিপূল ক্ষতি করতে পারে, মত ডাক্তারদের অনেকের।
Published at : 07 Jun 2024 02:31 PM (IST)
আরও দেখুন






















