Men Workout Tips: নিয়মিত শরীরচর্চা করেন? বয়স ৪০ পেরোলে খেয়াল রাখুন কয়েকটি বিষয়
প্রতীকী ছবি
1/10
নিয়মিত শরীরচর্চার অভ্যাস রয়েছে? এদিকে বয়স ৪০ পেরিয়েছে। তাহলে নিজের ওয়ার্ক আউটের জীবনের বেশ কয়েকটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে।
2/10
শরীরকে কষ্ট দিয়ে অর্থাৎ যে শরীরচর্চায় আপনার দৈহিক ক্ষমতা নেই, তা করতে যাবেন না। এর প্রভাবে সমস্যা বাড়তে পারে।
3/10
আচমকা ভারী কোনও মেশিনে ওয়ার্ক আউট করলে বা ওজন তুললে কিংবা চেনা ছকের বাইরে হঠাৎ করে কোনও ওয়ার্ক আউট করলে হয়তো অজান্তেই আপনি ভোট পেতে পারেন।
4/10
বয়স ৪০ পার হলে শরীরচর্চায় সতর্ক হোন। জিমে গেলেও ট্রেনারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনও কিছু করতে যাবেন মা। এতে হিতে বিপরীত হতে পারে।
5/10
শুধু শরীরচর্চা করলেই হবে না। খাওয়াদাওয়া এবং ঠিকঠাক বিশ্রামের দিকেও নজর দিতে হবে। নাহলে অসুস্থ হয়ে পড়বেন খুব দ্রুত।
6/10
শরীরে কষ্ট হলে জিম করা কমিয়ে মন দিন যোগ-অভ্যাসে। পাশাপাশি নিয়ম করে হাঁটা, দৌড়ানো চলতেই পারে। এর সঙ্গে ডায়েটও করতে পারেন।
7/10
বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে ডায়েট করা উচিত নয়। পাশাপাশি ট্রেনারের পরামর্শ ছাড়া শরীরচর্চাও ক্ষতির কারণ হতে পারে।
8/10
জিমে গিয়ে ওজন তোলার ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকুন। কারণ এক্ষেত্রে চোট-আঘাত লাগার সম্ভাবনা থাকে।
9/10
কোনওভাবে শরীরচর্চার সময়ে চোট পেলে একেবারেই অবহেলা করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
10/10
খেয়াল রাখবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন ধরনের পরিবর্তন হয়। তাই সেই মতো শরীরকে মানিয়ে নিয়ে ওয়ার্ক আউট করা প্রয়োজন।
Published at : 06 Jul 2022 12:13 AM (IST)