এক্সপ্লোর
HIV : খুব সাধারণ এই লক্ষণগুলিই মারাত্মক HIV সংক্রমণের সঙ্কেত, সংক্রমণ ঘটার আশঙ্কা থাকলে কী করে বাঁচবেন?
বহুবার শুনেছেন একাধিক সঙ্গীর সঙ্গে অনিরাপদ শারীরিক সম্পর্ক ঝুঁকিপূর্ণ। এতে এইচআইভি/এইডস-এর মতো রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে।
খুব সাধারণ এই লক্ষণগুলিই মারাত্মক HIV সংক্রমণের সঙ্কেত
1/8

এইচআইভি সংক্রমিত কারও সঙ্গে এ ধরনের সংস্পর্শে এলে পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস (PEP)ট্রিটমেন্ট নিতে পারেন। এক্সপোজারের ৭২ ঘন্টার মধ্যে যদি PEP হয়, তাহলে সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে।
2/8

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। ২০২৪ সালের শেষে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত ছিলেন। এখনও এই অসুখ সম্পর্কে অনেক ভুল ধারণা নিয়ে বসে আছেন অনেকেই। সমস্যা হল অনেকেই প্রাথমিক লক্ষণগুলি চেনেন না।
Published at : 01 Dec 2025 03:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















