এক্সপ্লোর
Hair Care: নিমেষেই বন্ধ চুল পড়া, পরিচর্যায় থাক এই দুই উপাদান
Hair Fall: চুল ঝরা নিয়ে আর নয় চিন্তা। এবার পরিচর্যায় থাক এই দুই ঘরোয়া উপাদান।
ফাইল ছবি
1/8

আমলায় রয়েছে ভরপুর ভিটামিন C। যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। শক্ত করে চুলের গোড়া। পাশাপাশি চুল বাড়তে সাহায্য করে।
2/8

প্রদাহ বিরোধী এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান আছে, যা খুসকি দূর করে এবং স্ক্যাল্পের সংক্রমণ রোধ করে। অকালে চুল সাদা হওয়ায় কমায়। ফলে চুলে স্বাভাবিক রং বজায় থাকে।
3/8

অ্যালোভেরা চুল হাইড্রেট রাখতে এবং ময়শ্চারাইজ করতে পারে। স্ক্যাল্পে পুষ্টি জোগায়। তাতে চুল পড়া কমে এবং নতুন চুল গজায়।
4/8

নির্দিষ্ট সময় অন্তত অ্যালোভেরা জেল ব্যবহারে হেয়ার ফলিকল ঠিক থাকে। স্ক্যাল্পে চুলকানি বা খুসকি থাকলে তাও কমতে পারে।
5/8

কীভাবে আমলা এবং অ্যালোভেরা মাস্ক ব্যবহার করবেন? সম পরিমাণ অ্যালোভেরা এবং আমলার রস নিতে হবে। তার সঙ্গে লাগবে পাতিলেবুর রস এবং নারকেল তেল। তবে এই দুটো উপাদান বাধ্যতামূলক নয়।
6/8

একটা পাত্রে অ্যালোভেরা এবং আমলার রস মেশাতে হবে। খুসকি থাকলে তাতে দিতে হবে নারকেল তেল এবং পাতিলেবুর রসও। মিশ্রণ এমন হতে হবে যাতে সহজেই স্ক্যাল্প থেকে চুল পর্যন্ত ব্যবহার করা যায়।
7/8

খেয়াল রাখতে হবে এই মিশ্রণ ব্যবহারের সময় চুল এবং স্ক্যাল্প যেন পরিষ্কার থাকে। একেবারে চুলের গোড়া থেকে ব্যবহার করতে হবে মিশ্রণ। হালকা হাতে মাসাজ করতে হবে স্ক্যাল্প।
8/8

৩০ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত রেখে ভাল করে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার সময় জল যেন খুব ঠান্ডা বা খুব গরম না হয়। এরপর কন্ডিশনার দিয়ে দিতে হবে।
Published at : 16 Jan 2025 06:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























