Gum Infection: মাড়িতে সংক্রমণ? বাড়ছে হৃদরোগের ঝুঁকিও, ইঙ্গিত গবেষণায়
মাড়ির সমস্যা থাকলে দাঁতের সমস্য়া হয়। পিরিওডনটিটিস (Periodontitis) নামে মাড়ির একটি রোগ রয়েছে। যার জন্য দাঁতের (Teeth) একাধিক সমস্যা হয়। মুখে দুর্গন্ধের সমস্যা থেকে দাঁত থেকে রক্তপাতের মতো সমস্যা হতে পারে, এতদিন পর্যন্ত এটাই জানা ছিল। এবার উঠে এল বড়সড় উদ্বেগের খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাড়ির রোগের কারণে হতে পারে হৃদযন্ত্রের সমস্যাও। নতুন একটি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। যার পরে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা নিয়ে নতুন করে ভাবার মতো সময় এসেছে বলেই মনে করছেন অনেকে।
শুধুমাত্র ডায়েট বা শরীরচর্চা নয়। নজর রাখতে হবে মাড়ির স্বাস্থ্যের দিকেও।
ক্লিনিক্যাল ফিজিওলজি (Clinical Electrophysiology)-তে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র।
গবেষক দল জানাচ্ছে, পিরিওডনটিটিস (Periodontitis) এর সঙ্গে হৃদযন্ত্রে ফাইব্রোসিসের (Fibrosis) একটা যোগাযোগ মিলেছে। এটা এমন একটা সমস্যা যার ফলে হার্টবিট (Heartbeat) বা হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে।
গবেষক দলের অন্যতম সদস্য হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শুনসুকে মিয়াউচি (Shunsuke Miyauchi) বলেন, 'পিরিওডনটিটিস (Periodontitis) একটি দীর্ঘমেয়াদি প্রদাহ সংক্রান্ত সমস্যা।
এই প্রদাহই ফাইব্রোসিস তৈরি করতে সাহায্য় করে।' তিনি আরও বলেন, 'আমরা দেখেছি যে মাড়ির এই রোগ আট্রিয়াল ফাইব্রোসিস তৈরি করে। রোগীর ইতিহাস থেকে যাচাই করা হয়েছে যে পিরিওডনটিটিস-এর প্রকোপ এবং আট্রিয়াল ফাইব্রোসিসের পরিস্থিতির মধ্যে সম্পর্ক রয়েছে।'
গবেষকরা জানাচ্ছেন, মাড়ির ওই রোগ যত জটিল হবে, হৃদযন্ত্রে (Heart) ফাইব্রোসিসের (Fibrosis) অবস্থাও ততটাই সমস্যার। এই ঘটনা থেকে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে মাড়ির প্রদাহের (Inflamation) সঙ্গে হৃদরোগের সম্পর্ক রয়েছে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের (Hiroshima University) গ্র্যাজুয়েট স্কুল অফ বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স ( Graduate School of Biomedical and Health Sciences)-এর গবেষক উকিকো নাকানো (Yukiko Nakano) বলছেন, 'যে সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পিরিওডনটিটিস (Periodontitis) আট্রিয়াল ফাইব্রোসিস-এর সমস্যা দ্রুতগতিতে বাড়াতে পারে।'
গবেষকদের পরামর্শ, হৃদরোগের সমস্যা দূরে রাখতে গেলে ঠিকমতো খাওয়া-দাওয়া, শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি মাড়ির দিকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি ধূমপান-মদ্যপানের অভ্যাসও দূরে রাখতে হবে। সব ছবি: pixabay/ Pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -