এক্সপ্লোর
Christmas 2023: বড়দিনে উদযাপনে মাতলেন খোদ প্রধানমন্ত্রী!যীশুর জন্মদিনে দিলেন বার্তাও
Narendra Modi: ৭ নং লোক কল্যাণ মার্গে খ্রিস্টমাস উদযাপনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজস্ব চিত্র
1/8

বড়দিনে উৎসবের আমেজ গোটা দেশে। ভারতের কোণায় কোণায় ২৪ ডিসেম্বর গভীর রাত থেকেই উদযাপন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দিলেন উৎসবে।
2/8

৭ নং লোক কল্যাণ মার্গে খ্রিস্টমাস উদযাপনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
3/8

প্রধানমন্ত্রী পরনে ছিল পাঞ্জাবি-চুড়িদার। তার সঙ্গে ছিল সাদা রঙের সোয়েটার এবং গেরুয়া রঙের শাল।
4/8

নিজের বাসভবনে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে উৎসবে মাতেন প্রধানমন্ত্রী।
5/8

সবার সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আলাপচারিতায় মাতেন তিনি। ফটোসেশন করতেও দেখা যায়।
6/8

বড়দিন উপলক্ষে X হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উৎসবের মরসুমে যেন সবার জীবনে খুশি, শান্তি আসে তার প্রার্থনা করেছেন তিনি।
7/8

যীশু খ্রিস্টের বাণী সকলে মনে করছেন বলেও পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন বিশ্বের লক্ষ্য়ে কাজ করা উচিত যেখানে সবাই খুশি ও সুস্থ থাকবে।
8/8

এদিন তাঁর বাসভবনে ছিল ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান। খুদেদের সঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফটো তুলতেও দেখা যায়।
Published at : 25 Dec 2023 07:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























