এক্সপ্লোর
Voter List: যদি ভোটার তালিকা থেকে নাম কাটা যায় তবে কী কী সমস্যা হতে পারে? কী করবেন এমনটা হলে?
ভোট দিতে ভোটার তালিকায় নাম থাকা চাই। নাম না থাকলে ভোট ও সরকারি কাজে সমস্যা হতে পারে।
কোনও নাগরিক কেবল তখনই ভোট দিতে পারে যখন তার নাম ভোটার তালিকায় থাকে। যদি কারো নাম ভোটার তালিকায় না থাকে তবে সে ভোট দিতে পারে না। তবে আমরা আপনাকে বলি, শুধু তাই নয়। এর থেকে আরও সমস্যা আসতে পারে।
1/6

আপনার ভোটার কার্ড থাকলেও, যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আপনি ভোট দিতে পারবেন না। এই সামান্য বিষয়টা নির্বাচনের সময় বড় সমস্যা তৈরি করে। কারণ নির্বাচনে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে।
2/6

ভোটের তালিকায় নাম না থাকলে সবার আগে আপনার গণতান্ত্রিক অধিকার অসম্পূর্ণ থেকে যায়। প্রত্যেক নাগরিকের নিজের প্রতিনিধি নির্বাচন করার অধিকার আছে এবং যখন নাম তালিকা থেকে বাদ যায়, তখন এই অধিকার কেড়ে নেওয়া হয়। এর প্রভাব শুধু আপনার উপর নয়, বরং পুরো এলাকার ফলাফলের উপরও পড়তে পারে।
Published at : 22 Nov 2025 08:28 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















