এক্সপ্লোর
Nepal Plane Crash: ছবির মতো সাজানো দেশ, বিমান ভেঙে পড়ে বিপর্যয় বার বার
Nepal Plane Crash History: বার বার বিমান বিপর্যয় নেপালে। কখনও পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। কখনও আবার আগুন লেগে বিস্ফোরণ।
ফাইল চিত্র।
1/10

ছবির মতো সাজানো দেশ। অথচ বিপর্যয় নেমে এসেছে বার বার। গত ৩০ বছরে কমপক্ষে ২৭ বার বিমান ভেঙে পড়েছে নেপালে। কেন বার বার এমন বিপত্তি, তার সপক্ষে রয়েছে নানা যুক্তি।
2/10

নেপালে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। পার্বত্য ভূমি, প্রতিকূল আবহাওয়া, মান্ধাতা আমলের উড়ান পরিকাঠামো এবং দুর্বল নিয়ন্ত্রণকেই তার জন্য দায়ী করা হয়। বিগত ৩০ বছরে নেপালে কমপক্ষে ২৭টি এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।
Published at : 15 Jan 2023 11:10 PM (IST)
আরও দেখুন






















