সুন্দরবনে এর আগেও কয়েকবার বাঘের দর্শন পেয়েছেন পর্যটকরা। তবে প্রতিবারই লঞ্চ থেকে খাঁড়িতে সাঁতার দিতে দেখা গিয়েছে বাঘকে। এবার ওয়াচ টাওয়ার থেকেও দেখা মিলল রয়্যাল বেঙ্গলের।
2/3
মঙ্গলবার গোসাবার সুধন্যখালির ওয়াচ টাওয়ার থেকে ম্যানগ্রোভ অরণ্যের দিকে ক্যামেরা তাক করে বসেছিলেন পর্যটকরা। তখনই হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। পর্যটকদের মধ্যে তখন বাঘ দেখার জন্য হুড়োহুড়ি। সকলে ব্যস্ত মোবাইল ফোনের ক্যামেরার তার ছবি তুলতে। কিছুক্ষণের মধ্যেই গাছপালার ফাঁকে আস্তে আস্তে মিলিয়ে যায় হলুদ-কালো ডোরা কাটা চেহারাটা।
3/3
এক জঙ্গল থেকে আরেক জঙ্গলের পথে। দুলকি চালে এগিয়ে চলেছে হলুদ-কালো ডোরা কাটা অবয়বটা। ধীরগতিতে এগিয়ে চলায় স্পষ্ট রাজকীয় ভঙ্গি। ওয়াচ টাওয়ারে দাঁড়ানো পর্যটকরা তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না! চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার!