এক্সপ্লোর
Sachin tweet Photos: অন্য বিষয়ে কথা বলার সময় সাবধান! সচিনকে সতর্ক করলেন পওয়ার
1/5

মঙ্গলবার ‘ঐক্যবদ্ধ ভারত’ নিয়ে ট্যুইট করেছিলেন সচিন তেন্ডুলকর। তার পর থেকেই সমালোচনার শিকার তিনি। কৃষক আন্দোলন সমর্থন করে রিহানা, গ্রেটা থুনবার্গদের ট্যুইটের জবাবে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দেওয়া হয়। বলা হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারবে ভারতীয়রাই। কারণ নিজেদের ভালো দেশের মানুষই বোঝেন। এ ব্যাপারে বিদেশিদের প্রোপাগান্ডা মূলক উস্কানি বরদাস্ত করা হবে না। এর পরেই বিদেশ মন্ত্রকের জারি করা ওই ট্যুইট তুলে সেলেবরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। তাতে সামিল হন সচিনও।
2/5

শনিবার শরদ পওয়ার সচিনের উদ্দেশে পরামর্শ দেন, 'ক্রিকেট ছাড়া অন্যান্য বিষয়ে কথা বলার সময় সতর্ক হও।' পওয়ার প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টও।
Published at :
আরও দেখুন






















