এক্সপ্লোর
Horoscope Today : বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সংযোগে কোন রাশির ভাগ্যের চাকা কোনদিকে গড়াবে? জন্মতারিখ অনুসারে মিলিয়ে নিন
কী বলছে আপনার ভাগ্য? জানুন জন্মতারিখ অনুসারে রাশিফল। বলছেন, পলক বর্মন মেহরা।
Horoscope Today : বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সংযোগে কোন রাশির ভাগ্যের চাকা কোনদিকে গড়াবে? জন্মতারিখ অনুসারে মিলিয়ে নিন
1/12

মেষ রাশি ( ২১ মার্চ- ১৯ এপ্রিল ) আজ স্বাস্থ্য নিয়ে ভুগবেন। ডাক্তারের পরামর্শ নিন, নিজের ডাক্তারি করবেন না। কাজের চাপে এনার্জি কমে যেতে পারে। সূর্য দেবের পুজো করলে উপকার পাবেন। ব্যক্তিগত জীবনে প্রশংসা না পাওয়ার কারণে হতাশা আসতে পারে, শিশুদের সঙ্গে মিশুন। পজিটিভ এনার্জি পাবেন।
2/12

বৃষ রাশি, ( ২০ এপ্রিল- ২০ মে ) আজ মহিলাদের জন্য দিনটি ভাল। স্বাস্থ্যেরও উন্নতি হবে। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্থান পরিবর্তনও হতে পারে। পাবেন ঈশ্বরের আশীর্বাদ। ব্যক্তিগত জীবনে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং ভগবান শিবের উপাসনা করলে ভাগ্য উজ্জ্বল হবে। আজ আপনার বিশ্লেষণী শক্তি প্রবল হবে।
Published at : 05 May 2023 03:23 PM (IST)
আরও দেখুন






















