এক্সপ্লোর
Lord Shiva: শ্রাবণ মাসে এই রাশিগুলির জাতকের ভাগ্য যাবে বদলে, পাবেন ভোলানাথের আশীর্বাদ
Shiva: সনাতন ধর্মে বিশ্বাস করা হয় দেবশয়নী একাদশীতে যোগনিন্দ্রায় মগ্ন হন ভগবান বিষ্ণু। আর আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হলেই সমগ্র জগতের ভার নিজের হাতে নেন দেবাদিদেব মহাদেব। শুরু হয় তাঁর কার্যকাল।
শিব (থবি সৌজন্য- পিটিআই)
1/10

এবছর গুরুপূর্ণিমা হচ্ছে ২১ জুলাই, মানে আষাঢ় মাসের শেষ দিন। তার পরের দিন ২২ জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিসেবে ধরা হয়। (ছবি সৌজন্য- পিটিআই)
2/10

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস হল বছরের পঞ্চম মাস। এই মাসে যে শাস্ত্রের নিয়ম ও নীতি মেনে ভগবান শিবের পুজো করেন তাহলে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ পাওয়া যায়। আর মাসটি ভক্তদের জন্য অত্যন্ত মঙ্গলময় হিসেবে পরিগণিত হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 15 Jul 2024 06:05 PM (IST)
আরও দেখুন






















