এক্সপ্লোর
Laxmi Devi: আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির কোন দিকে লক্ষ্মীদেবীর ছবি রাখা উচিত?
Laxmi Devi Photo: দূর হবে অর্থনৈতিক সংকট, বাড়ির এই দিকে রাখুন মা লক্ষ্মীর ছবি
বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে করুন এই কাজগুলি
1/6

লক্ষ্মীকে ধনদেবী হিসেবেই পুজো করা হয়। এছাড়াও প্রত্যেকটি হিন্দু বাড়ির সিংহাসনে লক্ষ্মী থাকবেই। যার নামে প্রতি বৃহস্পতিবার মঙ্গল ঘট বসানো হয়। তাই প্রতিটি বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী ধন-সম্পত্তি উন্নতির প্রতীক। তাই মনে করা হয়, মা লক্ষ্মীকে তুষ্ট করলেই মায়ের কৃপা পাওয়া যাবে।
2/6

যার ফলে সংসারে সুখ-শান্তি ধন-সম্পত্তির অভাব থাকবে না। তাই প্রত্যেকটি হিন্দি ধর্মের মানুষ লক্ষ্মী সন্তুষ্ট করার জন্যে নানারকম কাজ করে থাকেন। জেনে নিন, রোজকার গৃহস্থলীতে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্যে কিছু খুঁটিনাটি।
Published at : 14 Dec 2023 06:34 AM (IST)
আরও দেখুন






















