এক্সপ্লোর
Tulsi: পূর্ণিমায় তুলসীর সঙ্গে কী করলে রুষ্ট হন মা লক্ষ্মী, কখনও করবেন না কী
Goddess Laxmi: পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করেন সনাতন ধর্মের মানুষ। তাঁদের সন্তুষ্ট করতে হলে ভুলেও পূর্ণিমার তিথিতে তুলসি গাছের সঙ্গে এই কাজগুলি করবেন না। না হলে সমস্যায় পড়বেন।
মা লক্ষ্মী
1/10

পূর্ণিমার তিথিকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। তাই এই দিন তুলসি গাছের আশেপাশে কোনওরকম নোংরা করতে বারণ করা হয়। এই কাজ করলে আর্থিক অভাব দেখা দেয়।(ছবি সৌজন্য- পিক্সাবে)
2/10

পূর্ণিমার দিন ছাড়া সূর্য ও চন্দ্রগ্রহণ এবং একাদশীর দিন তুলসি পাতা ছেঁড়া নিষেধ। এই দিনগুলিতে তুলসি গাছে জলও ঢালবেন না, হাতও লাগাবেন না। মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন। সংসার থেকে অভাব যাবে না।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 19 Aug 2024 07:33 PM (IST)
আরও দেখুন






















