এক্সপ্লোর
Vastu Tips: এইভাবে কখনোই জ্বালানো উচিত নয় কর্পূর, অমঙ্গলের শেষ থাকবে না সংসারে
এইভাবে কখনোই জ্বালানো উচিত নয় কর্পূর, অমঙ্গলের শেষ থাকবে না সংসারে
হিন্দু ধর্মে কর্পূরকে অত্যন্ত শুভ মানা হয়
1/7

অনেকের বাড়িতেই পুজোর প্রয়োজনীয় সামগ্রী হিসেবে রাখা হয় কর্পূর। পবিত্র হিসেবে মানা হয় এই সুগন্ধি দাহ্য পদার্থকে। এছাড়াও আরও অনেক ব্যবহার এবং উপকারিতা রয়েছে কর্পূরের।
2/7

তবে বাস্তু শাস্ত্রে কর্পূর সংক্রান্ত অনেক বিধিনিষেধও দেওয়া রয়েছে, যেগুলি মেনে না চললে সমস্যায় পড়তে হতে পারে। নির্ঝঞ্ঝাট জীবনে নেমে আসতে পারে অশান্তির ছায়া। কী কী নিষেধাজ্ঞা রয়েছে কর্পূর নিয়ে?
Published at : 10 Oct 2023 07:21 AM (IST)
আরও দেখুন






















