এক্সপ্লোর
'মুখে দেওয়ার পর হয় হাল্কা ঘাম, আসে অফুরন্ত এনার্জি' - রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা ড্রাগ নিলে আর কী হয় জানেন?
1/13

এলএসডি’ হল ‘লাইসার্জিক অ্যাসিড ডায়াথিলামাইড’। গবেষকরা বলছেন, এলএসডি নেওয়ার পর হ্যালুসিনেশন হয়। ড্রাগ ব্যবহারকারী পৃথিবীর ‘ইগো ডিসোল্যুশনে’ চলে যান। কিন্তু, একই সঙ্গে এলএসডির প্রভাবে মস্তিষ্কের অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে।
2/13

তদন্তকারীদের বক্তব্য, MDMA হল মিথাইলিন ডাইঅক্সি মেথাঅ্যাম্ফিটামাইন একটা ট্যাবলেটের দাম আড়াই থেকে ৩ হাজার টাকা! বিশেষজ্ঞরা বলছেন, এই ট্যাবলেট চোষার মিনিট পনেরো-কুড়ির মধ্যে হাল্কা ঘাম হয় শরীরে। অফুরন্ত এনার্জিতে চাঙ্গা লাগে শরীর-মন। সহজে ঘুম আসবে না।
Published at :
আরও দেখুন






















