এক্সপ্লোর
India vs South Africa: পিচ না হাইওয়ে! নিজেদের দেশের বাইশ গজকে ঘুরিয়ে কটাক্ষ ভারতেরই ক্রিকেটারের
Kuldeep Yadav: চার উইকেট নিয়ে কুলদীপই ভারতের সেরা বোলার। ১১৫ রানে ৪ শিকার চায়নাম্যান স্পিনারের।
চার উইকেট কুলদীপের। - IANS
1/10

ইডেন টেস্টে হেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত।
2/10

সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে ভারতকে।
3/10

তবে প্রথম ইনিংসে চাপে পড়েও ৪৮৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
4/10

শেষ চার উইকেটে ২৪৩ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাল্টা চাপে ভারত।
5/10

রবিবার দ্বিতীয় দিনের খেলার শেষে গুয়াহাটির পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কুলদীপ যাদব।
6/10

চার উইকেট নিয়ে কুলদীপই ভারতের সেরা বোলার। ১১৫ রানে ৪ শিকার চায়নাম্যান স্পিনারের।
7/10

কুলদীপ বলেছেন, 'কলকাতার পিচ আলাদা ছিল। এখানকার পিচ তো মসৃণ রাস্তার মতো।'
8/10

কুলদীপ বলেছেন, 'এটাই টেস্ট ক্রিকেট। যেখানে বোলাররা চায় প্রত্যেক দিন দাপট দেখাতে।'
9/10

দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯/০। এখনও ৪৮০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
10/10

কুলদীপ অবশ্য বলেছেন, 'আমি কোনও অভিযোগ করছি না। তবে আশা করি এখানে পরের টেস্টের সময় পিচে বোলারদের জন্যও সাহায্য থাকবে।' ছবি - IANS
Published at : 23 Nov 2025 10:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























