এক্সপ্লোর
WTC Final: মেলবোর্নে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত, কোন অঙ্কে?
India vs Australia: ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা এখনও একেবারে অসম্ভব নয়। অন্তত অঙ্কের বিচারে এখনও বেঁচে রয়েছে ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা।

ভারতের সুযোগ এখনও বেঁচে। - বিসিসিআই এক্স
1/10

মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ টেস্টে ১৮৪ রানে হেরে গিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ চাপে টিম ইন্ডিয়া।
2/10

যদিও ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা এখনও একেবারে অসম্ভব নয়। অন্তত অঙ্কের বিচারে এখনও বেঁচে রয়েছে ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা।
3/10

বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ পিছিয়ে পড়েছে ভারত। এখান থেকেও কীভাবে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?
4/10

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গার জন্য লড়াই মূলত তিন দলের। ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার।
5/10

মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। সিডনিতে শেষ টেস্টে জিতলেই প্যাট কামিন্সদের জায়গা পাকা। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের সিরিজের ফলাফল যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার ৫৭ শতাংশ জয়ের হারকে পেরিয়ে যেতে পারবে না ভারত ও শ্রীলঙ্কা, কোনও দলই।
6/10

ভারতের সামনে অঙ্কটা ঠিক কী? বাংলাদেশকে ঘরের মাঠে ২-০ হারানোর পর রোহিত-যশপ্রীত বুমরাদের ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ও বর্ডার-গাওস্কর ট্রফিতে পিছিয়ে পড়ায় পুরো ছবি বদলে গিয়েছে।
7/10

ভারত এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। তাদের জয়ের শতকরা হার ৫২.৭৮। ফাইনালে উঠতে গেলে সিডনিতে ভারতকে জিততেই হবে। সেক্ষেত্রে ৫৫.২৬ শতাংশ জয়ের হার রেখে শেষ করবে ভারত।
8/10

তারপর টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে অন্য দুই দলের দিকে। সেক্ষেত্রে বর্ডার-গাওস্কর ট্রফি শেষ হবে ২-২ ব্যবধানে।
9/10

এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের দুটি ম্যাচই ড্র হলে অস্ট্রেলিয়ারও জয়ের হার ৫৫.২৬ শতাংশে নেমে আসবে। সেক্ষেত্রে বেশি সিরিজ জেতার সুবাদে (তিনটি সিরিজ জিতেছে ভারত, অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সংখ্যা দাঁড়াবে দুইয়ে) ফাইনালে পৌঁছে যাবে ভারত।
10/10

তবে সিডনি টেস্ট ড্র হলে বা ভারত হেরে গেলে টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন চুরমার হবে বিরাট কোহলিদের। রোহিতরা আপাতত সিডনিতে টেস্ট জয়কেই পাখির চোখ করছেন। ছবি সৌ: বিসিসিআই এক্স
Published at : 30 Dec 2024 08:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
