এক্সপ্লোর
Ind vs NZ, WTC Final : ইংল্যান্ডে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুললেন ঋদ্ধি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/25cc6f90b616f22653b1b4095e03f4d3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি-ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দল
1/10
![চার মাসের লম্বা সফরে ইংল্যান্ড পৌঁছেছে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সাউদাম্পটনে কড়া আইসোলেশনে রয়েছেন খেলোয়াড়রা। (ছবি সৌজন্য : @জশপ্রীত বুমরা৯৩ / ট্যুইটার)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/394659692a460258b45a99f1424ea3573d5a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চার মাসের লম্বা সফরে ইংল্যান্ড পৌঁছেছে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সাউদাম্পটনে কড়া আইসোলেশনে রয়েছেন খেলোয়াড়রা। (ছবি সৌজন্য : @জশপ্রীত বুমরা৯৩ / ট্যুইটার)
2/10
![সেখানে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলবে এই টেস্ট।(ছবি সৌজন্য : মায়াঙ্ক আগরওয়াল)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/efaf98db2eac3a61946ca0282ae6ddd4bddaf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেখানে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলবে এই টেস্ট।(ছবি সৌজন্য : মায়াঙ্ক আগরওয়াল)
3/10
![নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। (ছবি সৌজন্য : ক্রিকেট চ্যাটার/ফেসবুক)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/792069df363c9e9a3737d98e38ffb46ebe5c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। (ছবি সৌজন্য : ক্রিকেট চ্যাটার/ফেসবুক)
4/10
![নিজের ঘরের ব্যালকনি থেকে ছবি শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ছবিতে চোখ জুড়ানো সাউদাম্পটন ক্রিকেট ময়দানটি দেখা যাচ্ছে।(ছবি সৌজন্য : ধদ্ধিমান সাহা/ইনস্টাগ্রাম)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/efc7da8df082905ed77570509e96f33c795b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের ঘরের ব্যালকনি থেকে ছবি শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ছবিতে চোখ জুড়ানো সাউদাম্পটন ক্রিকেট ময়দানটি দেখা যাচ্ছে।(ছবি সৌজন্য : ধদ্ধিমান সাহা/ইনস্টাগ্রাম)
5/10
![উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সঙ্গে সাউদাম্পটনের মাঠে দাঁড়িয়ে ছবি তুলেছেন রোহিত শর্মা। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন হিটম্যান।(ছবি সৌজন্য : রোহিত শর্মা/ট্যুইটার)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/ea0323f5ac1a2b11042a523c8a2c49a1c52ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের সঙ্গে সাউদাম্পটনের মাঠে দাঁড়িয়ে ছবি তুলেছেন রোহিত শর্মা। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন হিটম্যান।(ছবি সৌজন্য : রোহিত শর্মা/ট্যুইটার)
6/10
![চোট আঘাত থেকে সেরে ওঠার পর প্রত্যাবর্তনে মরিয়া টিম ইন্ডিয়ার মিডল-অর্ডার ব্যাটসম্যান কে এল রাহুল। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তিনি ফ্যানদের লন্ডনে পৌঁছানোর কথা জানিয়েছেন।(ছবি সৌজন্য : কে এল রাহুল/ইনস্টাগ্রাম)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/5f732a84bfba6ba0230e11ef4e49ba38f8c04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোট আঘাত থেকে সেরে ওঠার পর প্রত্যাবর্তনে মরিয়া টিম ইন্ডিয়ার মিডল-অর্ডার ব্যাটসম্যান কে এল রাহুল। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তিনি ফ্যানদের লন্ডনে পৌঁছানোর কথা জানিয়েছেন।(ছবি সৌজন্য : কে এল রাহুল/ইনস্টাগ্রাম)
7/10
![ভারতীয় মহিলা ক্রিকেট দলও ইংল্যান্ড পৌঁছেছে। সেখানে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। ১৬ জুন থেকে ব্রিস্টলে তা শুরু হচ্ছে। (ছবি সৌজন্য : রাধা যাদব/ইনস্টাগ্রাম)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/d89f8359edc7d84465db4be60b9b9420ffe32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় মহিলা ক্রিকেট দলও ইংল্যান্ড পৌঁছেছে। সেখানে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। ১৬ জুন থেকে ব্রিস্টলে তা শুরু হচ্ছে। (ছবি সৌজন্য : রাধা যাদব/ইনস্টাগ্রাম)
8/10
![প্রতিযোগিতা শুরুর আগেই হাসিমুখে ভিকট্রি সাইন দেখালেন ক্যাপ্টেন কোহলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/3f7280a679cca37238393a92c6277faf922a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিযোগিতা শুরুর আগেই হাসিমুখে ভিকট্রি সাইন দেখালেন ক্যাপ্টেন কোহলি।
9/10
![ছবি শেয়ার করেছেন মহম্মদ শামিও। পিছনে মনোরম সাউদাম্পটন মাঠকে রেখে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/d4d3b91e65955ee8c13e1e5e53bdacbc07a17.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি শেয়ার করেছেন মহম্মদ শামিও। পিছনে মনোরম সাউদাম্পটন মাঠকে রেখে।
10/10
![দুই কন্যা অধ্যম ও আখিরাকে নিয়ে হাসিমুখে ছবি শেয়ার করেছেন রবিচন্দ্রন অশ্বিন(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/c4911a70666973f5be0c4b834fa13c134f1cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুই কন্যা অধ্যম ও আখিরাকে নিয়ে হাসিমুখে ছবি শেয়ার করেছেন রবিচন্দ্রন অশ্বিন(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম)
Published at : 04 Jun 2021 03:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)