এক্সপ্লোর
Mark Zuckerberg:যিনি ফেসবুক বানান, তিনিই তৈরি করলেন তলোয়ার! ভাইরাল জাকারবার্গের ভিডিও
Viral News:ফেসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ নিজের হাতে তৈরি করে ফেললেন তলোয়ার। সে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল।
যিনি ফেসবুক বানান, তিনিই তৈরি করলেন তলোয়ার! ভাইরাল জাকারবার্গের ভিডিও (ছবি:Mark Zuckerberg Insta)
1/8

যিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন, তিনি কি তলোয়ারও বানাতে পারেন? নাহ, ভুল পড়েননি। ফেসবুকের অন্যতম নির্মাতা মার্ক জাকারবার্গ বাস্তবেই নিজের হাতে তৈরি করে ফেলেছেন তলোয়ার। সে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল। (ছবি:Mark Zuckerberg Insta)
2/8

ভিডিওয় জাকারবার্গকে যেটি তৈরি করতে দেখা গিয়েছে, তার আসল নাম 'katana'। জাপানে এই ধরনের তলোয়ারের ব্যবহার বহু পুরনো। ধার ও শক্তি, দুটিই 'Katana'-র অন্যতম বৈশিষ্ট্য। (ছবি:Mark Zuckerberg Insta)
Published at : 25 Feb 2024 08:44 PM (IST)
আরও দেখুন






















