এক্সপ্লোর
ছোটবেলার নৃত্যশিক্ষিকাকে দেখে আবেগাপ্লুত ঐশ্বর্য রাই
1/5

অনুষ্ঠানে সন্দীপ সোপারকর, আলেসিয়া রাউত এবং অ্যাশলে লোবো-র নবধারা ইন্ডিয়া ডান্স থিয়েটার নৃত্য পরিবেশন করে। (ছবি-সোলারিস ইমেজ)
2/5

লতা সুরেন্দ্রও তাঁর আবেগ চেপে রাখতে পারেননি। তিনি ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেন, ও খুব ভালো ছাত্রী। একইসঙ্গে বাবা-মায়ের আদর্শ কন্যা, স্বামীর আদর্শ জীবনসঙ্গিনী। ও যখন মেয়ে (আরাধ্যা)-কে কোলে নিয়ে কান চলচ্চিত্র উত্সবে সামিল হয় তখন আমার খুব গর্ব হয়।
Published at : 10 Dec 2016 08:17 AM (IST)
Tags :
Aishwarya Rai BachchanView More






















