কিন্তু আর্থিক সঙ্গতি নেই, এমন কারও পক্ষে সিলিং পাখা থাকতে আরেকটা ফ্যান কেনা কি সম্ভব? রাখী বলছেন, গরিব লোকেরা নতুন টেবিল ফ্যান কিনতে না পারলে জানান। আমরা ৫ হাজার পাখা কিনে দেওয়ার ব্যবস্থা করব! দেখা যাক, প্রধানমন্ত্রী কী করেন?
2/11
রাখীর মতে, ভারত মাতা কী জয় বলার চেয়েও বেশি জরুরি সিলিং ফ্যান খোলা, নিষিদ্ধ করার ব্যবস্থা করা।
3/11
প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে উদ্যোগী হতে আবেদন করেছেন রাখী। বলেছেন, সব গৃহস্থ বাড়ি থেকে সিলিং ফ্যান খুলে নিতে নির্দেশ দিন আপনি।
রাখীর কথা হল, বাড়িতে সিলিং ফ্যান থাকলে খুলে ফেলুন। টেবিল পাখার হাওয়া খান বা কষ্ট করে বাড়িতে এসি বসিয়ে নিন। কিন্তু সিলিং ফ্যান আনবেন না, থাকলে খুলে ফেলুন।
6/11
7/11
8/11
কয়েকদিন আগেই আত্মঘাতী হয়ে অকালে চলে যাওয়া টিভি সিরিয়াল অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রাখী সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেছেন।
9/11
সানি লিওনকে নিয়ে তাঁর মন্তব্য বা তাঁর ভোটে লড়া-সবেতেই ভরপুর চমকের উপাদান থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
10/11
রাখী মুখ খুললেই নাকি বিস্ফোরণ হয়! সবাইকে বিস্ময়ে হতবাক করে দেন তিনি।
11/11
সিলিং ফ্যান চাই না। সিলিং ফ্যানের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করুন! খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমন দাবি রাখী সাবন্তের।