এক্সপ্লোর
চিবুকে সার্জারি করিয়েছেন ‘বেফিকর’ অভিনেত্রী বাণী কপূর? ফল আশাপ্রদ নয়, বলছেন অনেকে
1/10

বাণীর আরও যুক্তি, তাঁর সার্জারি করানোর সামর্থ্য নেই, এখনও পর্যন্ত ছবি করেছেন মোটে একটি। তবে যাঁরা সার্জারি করিয়েছেন, তাঁরা ভাল না মন্দ করেছেন, সেই বিচার করেন না তিনি।
2/10

বাণীর দাবি, সার্জারি নয়, রোগা হয়েছেন তিনি। তাই মুখও অন্যরকম দেখাচ্ছে। প্যারিসে যখন ছবির শ্যুটিং চলছিল, তখন প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে ক্যামেরা এগোচ্ছিল, পিছোচ্ছিল। নানা অ্যাঙ্গল থেকে মুখ অন্যরকম লাগে।
Published at : 08 Dec 2016 01:21 PM (IST)
View More






















