এক্সপ্লোর
বুদ্ধির জোরে শত্রু জয় ‘তুলা’-র, ব্যবসায় বাড়তি যোগাযোগের সম্ভাবনা ‘ধনু’-র -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
1/12

নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মানসিক শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগাযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়বে। পড়াশোনায় সুনাম বাড়বে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে।
2/12

কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। আজ সকালের দিকে কোনও কারণে খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তনের ইঙ্গিত। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। দূরে ভ্রমণ হতে পারে। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। আজ একটু সাবধানে থাকুন, বিপদ আসতে পারে।
Published at : 11 Mar 2020 06:05 AM (IST)
View More






















