এক্সপ্লোর
ফের বিয়ে করতে চলেছেন হৃত্বিক-সুজান? জল্পনা
1/6

যদিও রোশন পরিবারের একজনকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি সম্পূর্ণ উড়িয়ে দেন সেই সম্ভাবনাকে। সেই পরিবারের সদস্যের দাবি, তাঁরা যেটা করছেন বা করেন, পুরোটাই দুই ছেলের জন্যে। দুজনেরই এখন আলাদা জীবন রয়েছে, এবং তাঁরা সেই নিয়ে খুশি। তবে বিচ্ছেদের পর কোনও জুটির মধ্যে এমন বন্ধুত্ব দেখার সৌভাগ্য সত্যিই হয় না।
2/6

তবে জুটির ঘনিষ্ঠ এক বন্ধু সম্প্রতি এক দৈনিকে দাবি করেন, ফের বিয়ে করতে পারেন হৃত্বিক-সুজান। এবিষয়ে দুজনে ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে অশান্তি হয়েছে, সে নিয়ে ভাবনাচিন্তা করা শুরু করেছেন প্রাক্তন দম্পতি। সেগুলো যাতে কোনও ভাবেই ভবিষ্যতে মাথাচাড়া না দেয়, সেদিকে নজরও রয়েছে তাঁদের। ওই ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুজনকে সময় দিন, ওঁরা ফের কাছাকাছি আসবে।
Published at : 17 Jan 2018 12:28 PM (IST)
Tags :
Hrithik RoshanView More






















