যাই হোক তাঁর এই অদ্ভূত অভ্যেসের কারণে তিনি শহরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।(ছবি সৌজন্যে: এএনআই-টুইটার)
2/6
তাঁর যুক্তি এভাবেই যদি ভালো থাকি, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কী প্রয়োজন? (ছবি সৌজন্যে: (এএনআই-টুইটার)
3/6
অনেকে তাঁকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই পরামর্শকে থোড়াই কেয়ার করেন রামেশ্বর। (ছবি সৌজন্যে: এএনআই-টুইটার)
4/6
রামেশ্বর নামে ওই ব্যক্তি বলেছেন, আমার শরীর খারাপ হয়েছিল। কিন্তু মাটি-বালি খাওয়া শুরু করার পর থেকে আমি ভালো আছি।(ছবি সৌজন্যে: এএনআই-টুইটার)
5/6
ওই ব্যক্তি তাঁর এ ধরনের খাওয়ার অভ্যেস সম্পর্কে যে কথা বলেছেন, তা জানলে চমকে যেতে হয়। ওই ব্যক্তির দাবি,তাঁর একটা কঠিন রোগ করেছিল। মাটি-বালি-পাথর খাওয়ার পর ওই রোগ সেরেছে! (ছবি সৌজন্যে: এএনআই-টুইটার)
6/6
শৈশবে অনেকেই মাটি-কাদা খাওয়ার অভ্যেস থাকে। বাবা মা চেষ্টা করেন, এই অভ্যেস দূর করার। এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু উত্তরাখণ্ডের এক ব্যক্তির খাদ্যাভ্যাস জানলে অবাক হতে হয়। হরিদ্বারের ওই ব্যক্তির নেশাই মাটি, বালি ও পাথর খাওয়া। (ছবি সৌজন্যে: এএনআই-টুইটার)