এক্সপ্লোর
জানতেন? ঐশ্বর্যার বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন সলমন
1/12

শোনা যায়, সলমন ঐশ্বর্যাকে মারধর পর্যন্ত করেছিলেন। ঐশ্বর্যার হাতের হাড়ে নাকি চিড় ধরে যায়। শেষমেষ ২০০২-এর শেষে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁরা। ঐশ্বর্যার জীবন অবশ্য থেমে থাকেনি। অভিষেক বচ্চনকে বিয়ে করেছেন তিনি, ফুটফুটে একটি মেয়েও রয়েছে তাঁদের।
2/12

এরপর তাঁদের প্রেমকাহিনীতে তিক্ততা আসতে শুরু করে। তার আসল কারণ কেউ জানেন না। তবে শোনা যায়, সলমনের পজেসিভ চরিত্র ও প্রচণ্ড ক্রোধ সম্পর্কে ভাঙনের কারণ। একবার নেশায় চুর হয়ে ঐশ্বর্যার বাড়ি আসেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে অ্যাশের বাবা পুলিশে অভিযোগ করেন।
Published at : 01 Nov 2018 12:31 PM (IST)
View More






















