মাসখানেক আগে লিন্ডসে দাবি করেছিলেন, তাঁর প্রাক্তন প্রেমিক এগোর তারাবাসোভ একবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এবার সেই প্রাক্তন প্রেমিক লিন্ডসের ওপর অ্যাসিড দিয়ে হামলা চালাতে পারেন বলে আশঙ্কা হলিউড তারকার। প্রসঙ্গত, তাঁদের বাগদান কেন ভেঙে গিয়েছিল, সেই রাতে ঠিক কী ঘটেছিল সব কথা ফাঁস করে দেন লিন্ডসে। সেই রাগ থেকেই এই হামলা হওয়ার আশঙ্কা লিন্ডসের। এবার সেই প্রাক্তন প্রেমিক লিন্ডসের ওপর অ্যাসিড দিয়ে হামলা চালাতে পারেন বলে আশঙ্কা হলিউড তারকার। প্রসঙ্গত, তাঁদের বাগদান কেন ভেঙে গিয়েছিল, সেই রাতে ঠিক কী ঘটেছিল সব কথা ফাঁস করে দেন লিন্ডসে। সেই রাগ থেকেই এই হামলা হওয়ার আশঙ্কা লিন্ডসের।
2/3
জনপ্রিয় হলিউড তারকা লিন্ডসে লোহান সম্প্রতি তাঁর এক আশঙ্কার কথা ফাঁস করে দিয়েছেন সংবাদমাধ্যমের সামনে।
3/3
লিন্ডসের ভয়, তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড তাঁর ওপর আ্যাসিড হামলা চালাতে পারেন।