সোশ্যাল মিডিয়ায় সোফিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি প্রায়ই বোল্ড ছবি পোস্ট করেন। ছবি সৌজন্যে সোফিয়া হায়াত
2/11
জন্মের আগেই গর্ভস্থ সন্তানের মৃত্যু হওয়ায় শোকে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন সোফিয়া। ছবি সৌজন্যে সোফিয়া হায়াত
3/11
সোফিয়ার চেয়ে ১০ বছরের ছোট ছিলেন প্রাক্তন স্বামী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
4/11
সোফিয়াকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে কী করবেন? জবাবে এই অভিনেত্রী বলেন, কোনও পুরুষকে পছন্দ হলে প্রেম করতে আপত্তি নেই। তবে আর বিয়ে করবেন না। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
5/11
কিছুদিন আগেই চোর আখ্যা দিয়ে স্বামী ভ্লাদ স্ট্যানেস্কুকে বাড়ি থেকে বার করে দেন সোফিয়া। তাঁদের বিচ্ছেদও হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
6/11
কিছুদিন আগেই এই ছবি পোস্ট করে সোফিয়া জানান, জন্মের আগেই তাঁর গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
7/11
এই জবাবের মাধ্যমে আবিদের মুখ বন্ধ করে দিয়েছেন সোফিয়া। এরপর তাঁর তারিফ করছেন অনুরাগীরা। ছবি সৌজন্যে সোফিয়া হায়াত
8/11
সোফিয়ার এই কড়া জবাবের পর আবিদ লেখেন, ‘ওরা (মা, বোন, স্ত্রী) আপনার মতো শরীর দেখান না।’ পাল্টা সোফিয়া বলেন, ‘আপনার জন্মের সময় আপনার মা শরীর দেখিয়েছিলেন এবং পা ফাঁক করেছিলেন। আপনার মন পরিষ্কার করা দরকার। আপনার কাছে রমজানের কোনও অর্থ নেই।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
9/11
আবিদ হুসেইন নামে এক ব্যক্তি সোফিয়াকে প্রশ্ন করেন, ‘আপনার এক রাতের রেট কত?’ জবাবে সোফিয়া বলেন, ‘প্রথমে আপনার মা, তারপর বোন, তারপর স্ত্রীকে প্রশ্ন করুন। তাঁরা আপনাকে রেট বলবেন।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
10/11
এই চ্যাটের পরিপ্রেক্ষিতে ফের খবরের শিরোনামে সোফিয়া। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
11/11
বোল্ডনেসের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী সোফিয়া হায়াত। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সঙ্গে হওয়া কথাবার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম